Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

কেন বিপিএল ছাড়ছেন ডি ভিলিয়ার্স জানালো রংপুর রাইডার্স

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৪২ AM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১০:৪২ AM

bdmorning Image Preview


বিপিএল শেষ না করেই দেশে ফিরে যাবেন টি-টোয়েন্টির বিধ্বংসী ব্যাটসমান এবি ডি ভিলিয়ার্স। মাত্র ছয় ম্যাচের চুক্তিতে বিপিএল  খেলতে এসেছিলেন দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি ব্যাটসম্যান।

ডিভিলিয়ার্সের যাওয়ার প্রসঙ্গে  রংপুরের মিডিয়া ম্যানেজার রনি জানান, ‘ঢাকা পর্বে আমাদের শেষ ম্যাচটি খেলেই চলে যাবেন এ বি ডি ভিলিয়ার্স। এমনকি প্লে’অফ পর্বে কোয়ালিফায়ার বা এলিমিনেটর ম্য্যাচেও আমরা এবি ডি ভিলিয়ার্সকে পাব না। তিনি দেশে ফিরে যাবেন।’

তাহলে আর মাত্র তিনটি ম্যাচের জন্য পাচ্ছে রংপুর রাইডার্স। কারণ তাঁর সঙ্গে মাত্র ছয়টি ম্যাচের চুক্তি করেছিলো  ফ্র্যাঞ্চাইজিটি। সেই কারণেই সামনের তিন ম্যাচ খেলে দেশে ফিরে যাবেন তিনি।

ডি ভিলিয়ার্স শেষ তিনটি ম্যাচ খেলবেন যথাক্রমে ঢাকা ডায়নামাইটস, রাজশাহী কিংস এবং কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে।

উল্লেখ্য, বিপিএল খেলতে আসেন ডি ভিলিয়ার্স। এখন পর্যন্ত তিনি তিনটি ম্যাচ খেলেছেন। ম্যাচ তিনটিতে তিনি রান করেছেন যথাক্রমে ৩৪, ৪১ ও ১। পয়েন্ট টেবিলে তাঁর দল রংপুর  ৯ ম্যাচে ৫ জয় নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

Bootstrap Image Preview