Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

উখিয়ায় পুলিশ সেবা সপ্তাহ পালিত

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৯:০৮ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ১২:০৯ PM

bdmorning Image Preview


কক্সবাজারের উখিয়া থানা পুলিশের উদ্যোগে পুলিশ সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে। 

রবিবার (২৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়েরের নেতৃত্বে উপজেলা গেইট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উখিয়া সদর ষ্টেশন প্রদক্ষিণ শেষে র‌্যালিটি উখিয়া থানা চত্বরে গিয়ে শেষ হয়।

উক্ত র‌্যালিতে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নিকারুজ্জাম চৌধুরী, থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ নুরুল ইসলাম, মধুরছড়া ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ ইয়াছিন, ইন্সপেক্টর শফিকুর রহমান,কমিনিউটি পুলিশের জালিয়া পালং ইউনিয়ন সভাপতি মোঃ শহিদুল্লাহ কায়সারসহ থানায় কর্মরত কর্মকর্তারা উক্ত র‌্যালিতে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার (২৭ জানুয়ারি) থেকে আগামী ২ ফেব্রুয়ারী-২০১৯ পর্যন্ত দেশব্যাপী পুলিশ সপ্তাহ অনুষ্ঠিত হবে। 

Bootstrap Image Preview