চলতি বিপিএলের পয়েন্ট তালিকার শীর্ষে ওঠার লড়াইয়ে সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে ঢাকা ডায়নামাইটস ও বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
৯ খেলায় ৬ জয় ও ৩ হারে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে চিটাগং ভাইকিংস। ৮ ম্যাচে ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে ঢাকা। ৯ খেলায় ৫ জয় ও ৪ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে রংপুর। এই অবস্থায় লড়বে ঢাকা ও রংপুর। এ ম্যাচের বিজয়ী দল চিটাগংকে হটিয়ে পয়েন্ট তালিকার শীর্ষ স্থান দখলে নেবে।
টুর্নামেন্টের শুরুটাও দুদান্ত ছিলো ঢাকার। প্রথম চার ম্যাচের সবক’টিতেই জিতেছিলো তারা। তবে সিলেটে নিজেদের প্রথম ম্যাচেই হেরে বসে সাকিবের দল। উড়তে থাকা ঢাকাকে মাটিতে নামিয়ে আনে রাজশাহী কিংস। এরপর আরও তিন ম্যাচে অংশ নিয়ে মাত্র ১টিতে জয় পায় ঢাকা। তাই হারের বৃত্তে থাকা ঢাকার জন্য রংপুরের বিপক্ষে ম্যাচটি অনেক বেশি গুরুত্বপূর্ণ।
রংপুরের জন্য ঢাকার বিপক্ষে ম্যাচটিও সমান গুরুত্বপূর্ণ। তবে রংপুরের বর্তমান ফর্মটা দুর্দান্ত। নিজেদের শেষ তিন ম্যাচে দাপট দেখিয়ে জিতেছে মাশরাফির দল। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সকে পেয়ে বদলে গেছে রংপুরের চেহারা।