বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বর্তমান দশ জন ক্রিকেটার আছেন। তবে আগামী মাসে এই চুক্তিতে খেলোয়াড়দের সংখ্যা বাড়ানোর চিন্তা ভাবনা করছে বিসিবি।এমনটাই জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স প্রধান আকরাম খান।
বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে সব সময় ১৫-১৬ জন ক্রিকেটার থাকে। কিন্তু গত বছর সেটি কমিয়ে ১০ জনে আনা হয়। তবে চলতি বছরে আবারো কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড়দের তালিকা বড় করার প্রসঙ্গে আকরাম খান বলেন, মাশরাফি ওয়ানডে টিমের ক্যাপ্টেন। সে অবশ্যই থাকবে। সাব্বিরের বিষয়টি পারফরম্যান্সের ওপর নির্ভর করছে।গতবার যেমন ছিল একজন দুইজন নতুন খেলোয়াড় ঢুকতে পারে।
শুধু কেন্দ্রীয় চুক্তিই নয়, টানা খেলা থাকার কারণে খেলোয়াড়দের যাতে ইনজুরি না হয় সেটি নিয়ে বেশ সতর্ক বিসিবি। তাই ক্রিকেটারদের বিশ্রাম প্রসঙ্গে তিনি বলেন, বিশ্বকাপ আমাদের জন্যে অনেক গুরুত্বপূর্ণ। কিছু খেলোয়াড় যাতে ইনজুরিতে না পরে সেটার জন্যে আমরা চেষ্টা করছি। সম্ভবত কিছু খেলোয়াড়কে বিশ্রামে রাখার বিষয়ে ভাবছি। বিপিএল শেষ হলে আমরা তা বলে দিতে পারবো।