Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রাজধানীতে ১৩০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩৯ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০১:৩৯ PM

bdmorning Image Preview


রাজধানীর মতিঝিল থেকে বিপুল পরিমাণ গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ট্রাকসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিএমপি’র গোয়েন্দা (উত্তর) বিভাগ।

ডিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ২৭ জানুয়ারি ২০১৯ রবিবার ২২.২৫ টায় মতিঝিল থানাধীন এজিবি কলোনীর পশ্চিমে ও মতিঝিল টিএন্ডটি স্কুলের পূর্ব পার্শ্বের পাকা রাস্তায় তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩০ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হল-মোঃ জামাল মিয়া (৪২), নবী হোসেন (৩৯) ও রোশন মিয়া (৩৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ গাঁজা ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসতেছে। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview