বিপিএলের ৩৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভেক্টোরিয়ান্স ও খুলনা টাইটান্স। প্রথমে টসে জিতে ফিল্ডিং নিয়েছে খুলনা টাইটান্স।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত কুমিল্লার সংগ্রহ ৬ ওভারে কোন উইকেট না হারিয়ে ৪৭ রান।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ তামিম, লুইস, ইমরুল(অধিনায়ক), সাইফউদ্দিন, শহীদ, শুভো, মেহেদী, রিয়াজ, বিজয়, আফ্রিদি ও পেরেরা।
খুলনা টাইটান্সঃ মাহমুদউল্লাহ(অধিনায়ক), আরিফুল, শানত, তাইজুল, জহুরুল, ব্র্যাফেট, জুনায়েদ, মালান, সাদ্দাম, শরিফুল, টেইলর ও ভেসি।