গাজীপুরের কালীগঞ্জে উদ্ধার হলো নরসিংদী পলাশ উপজেলা থেকে অপহৃত ৩ মাছ ব্যবসায়ী। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে আব্দুল্লাহ (২২) নামের একজনকে আটকও করেছে কালীগঞ্জ থানা পুলিশ।
সোমবার দুপুরে অপহরণ, আটক ও উদ্ধারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া।
উদ্ধারকৃতরা হলেন- নরসিংদী পলাশ উপজেলার কাটাবেড় গ্রামের মো. ফখরুদ্দিনের ছেলে জুয়েল মিয়া (১৬), মৃত হরিদাস বিশ্বাসের ছেলে আশিষ বিশ্বাস (১৯) ও চরপাড়া গ্রামের মৃত তফিল উদ্দিন সরকারের ছেলে মো. শফিকুল ইসলাম (২১) । এ ব্যাপারে উদ্ধার জুয়েলের পিতা ফখরুদ্দিন বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ উজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে থানায় একটি মামলা (নং ৩১) দায়ের করেছেন। আটককৃত আব্দুল্লাহ গাজীপুর জেলার কালীগঞ্জ পৌর এলাকার দেওপাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, উদ্ধারকৃতরা নছিমনে করে কালীগঞ্জের বিভিন্ন বাজারে মাছ বিক্রি করতো। ঘোড়াশালে শীতলক্ষ্যা নদীতে শহীদ ময়েজউদ্দিন সেতু পারাপারের সময় সেতুর টেক্স আদায়কারী কয়েকজনের সাথে সম্পর্ক গড়ে উঠে মাছ বিক্রেতাদের। সেই সম্পর্কের সূত্র ধরে গত ২৬ জানুয়ারী সন্ধ্যায় তাদের কৌশলে বেড়ানোর কথা বলে অপহরণ করে এবং তাদের প্রত্যেকের জন্য পরিবারের কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। ৫ হাজার টাকা বিকাশে পাঠানো হলেও বাকী টাকা নগদ দেওয়ার শর্তে অপহরকারীদের শহীদ ময়েজউদ্দিন সেতুর নিচে আসতে বলে।
এদিকে খবর পেয়ে ২৭ জানুয়ারী সন্ধ্যায় কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তীর নেতৃত্বে অভিযান চালিয়ে কালীগঞ্জ পৌরসভার মূলগাঁও এলাকার একটি ইটের ভাটা থেকে ৩ মাছ ব্যবসীয়কে উদ্ধার ও ১ অপহরকারীকে আটক করা হয়।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবুবকর মিয়া জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের হয়েছে। এ মামলায় একজনকে আটকের পর সোমবার দুপুরে গাজীপুর আদালতে পাঠানো হয়েছে। বাকীদের আটকের চেষ্ঠা অব্যাহত রয়েছে।