জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী আব্দুল্লাহ আল আজিম (সৈকত) কে সভাপতি ও ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগেরস্নাতকোত্তর শিক্ষার্থী মো. রোকনুজ্জামান রাজুকে সাধারণ সম্পাদক করে নওগাঁ জেলা ছাত্র কল্যাণ সমিতির ২০১৯ সেশনের ৫১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে।
রবিবার (২৭ জানুয়ারি) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনটি সাধারণ সভা করে এই কমিটি গঠন করা হয়। নতুন এই কমিটি অনুমোদন করেন সর্বশেষ কমিটির সাধারণ সম্পাদক ।
এছাড়া কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন লোক প্রশাসন বিভাগের ফরহাদ জামিল, যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক মুরাদ হোসেন, রকি ও ইয়ারুন নেছা ইভা। প্রচার ও প্রাকাশনা সম্পাদক রবিন্দ্রনাথ, দপ্তর সম্পাদক আজমাইন ফাইক (প্রবাদ), অর্থ সম্পাদক নাজমুল প্রমুখ।