Bootstrap Image Preview
ঢাকা, ০৮ মঙ্গলবার, জুলাই ২০২৫ | ২৪ আষাঢ় ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকার রাস্তায় সকাল-বিকাল পানি ছেটানোর নির্দেশ হাইকোর্টের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM
আপডেট: ২৮ জানুয়ারী ২০১৯, ০৩:৪৮ PM

bdmorning Image Preview


ঢাকা সিটির বায়ুদূষণ রোধে সকাল-বিকাল রাস্তায় পানি দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বায়ুদূষণ নিয়ে রুলও জারি করেছেন আদালত।

একই সঙ্গে ঢাকা সিটির বায়ুদূষণ রোধে সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে সরকারের সংশ্লিষ্ট সচিবসহ সকলকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

সোমবার(28 জানুয়ারি) হাইকোর্টের বিচারপতি এ এফ নাজমুল আহসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

ঢাকা সিটির বায়ুদূষণ রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি হয়। আদেশের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন রিটকারী আইনজীবী মনজিল মোরসেদ।

Bootstrap Image Preview