রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংক ৫ শতাংশ সুদে গৃহনির্মাণ ঋণ বিতরণ কার্যক্রম শুরু করেছে।
রবিবার ব্যাংকের এলিফ্যান্ট রোড শাখার মাধ্যমে কৃষি মন্ত্রণালয়ের ডেপুটি সেক্রেটারি মো. আল মামুনের অনুকূলে ঋণের চূড়ান্ত অনুমোদনের মধ্য দিয়ে সর্বপ্রথম ঋণ বিতরণ কার্যক্রম শুরু করলো ব্যাংকটি।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান ঋণের পে-অর্ডার গ্রাহকের কাছে হস্তান্তর করেন।
ব্যাংকের এমডি বলেন, সরকারি সিদ্ধান্তের আলোকে রূপালী ব্যাংক লিমিটেড অগ্রাধিকার ভিত্তিতে সরকারি কর্মচারীদের গৃহনির্মাণ ঋণ বিতরণের সিদ্ধান্ত নিয়েছে। স্বল্প সময়ে মধ্যে ঋণ সুবিধা লাভ করায় গ্রাহকও ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মো. মোরশেদ আলম খন্দকার, বেলায়েত হোসেন, জিএম মো. শফিকুল ইসলাম, মো. শওকত আলী, ডিজিএম মো. শাহেদুর রহমান ও শাখা ব্যবস্থাপক মো. ইলিয়াস হোসেনসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংকগুলোর মধ্যে রূপালী ব্যাংকই সর্বপ্রথম সরকারি কর্মচারী গৃহনির্মাণ ঋণের টাকা বিতরণ করল।