হারের বৃত্ত থেকে বের হতে পারলো না খুলনা টাইটান্স। নিজেদের ১১তম ম্যাচেও কুমিল্লা ভেক্টোরিয়ান্সের কাছে ৮০ রানে হারলো।
প্রথমে টসে হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৩৭ রান করে তামিমরা।
২৩৮ রানের এই লক্ষে ব্যাটিং করতে নেমে দুই ওপেনার জুনায়েদ ও টেইলরের ব্যাটিংয়ে শুরুটা ভালোই করে খুলনা। কিন্তু এই দুই ওপেনার বিদায়ের পর আর কেউ বড় রানের জুটি গড়তে পারেনি।
ওপেনিং দুই জুটি থেকে আসে ৫৫ রান। এরপর মাহমুদউল্লাহ, শান্ত , আরিফুল ও ব্র্যাফেটের ব্যাট থেকে কোন প্রতিরোধ মূলক রান আসেনি। অবশেষে ৮০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তাঁরা।
খুলনা টাইটান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১০/১৫৭
টেইলর(৫০), জুনায়েদ(২৭), মালান(১৩), মাহমুদউল্লাহ(১১), ব্র্যাফেট(২২), শান্ত(১৪), আরিফুল(২), তাইজুল(১), সাদ্দাম(০) ও শরিফুল(০)*।
উইকেট নিয়েছেনঃ আফ্রিদি(৩), মেহেদী(১), সাইফউদ্দিন(১), পেরেরা(১), রিয়াজ(৩)।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ২৩৭/৫
তামিম(২৫), লুইস(১০৯)*, বিজয়(০), ইমরুল(৩৯),পেরেরা(১১), আফ্রিদি(১) ও শুভো(২৮)*।
উইকেট নিয়েছেনঃ ব্র্যাফেট(২), মাহমুদউল্লাহ(২), শফিউল(১)।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সঃ তামিম, লুইস, ইমরুল(অধিনায়ক), সাইফউদ্দিন, শহীদ, শুভো, মেহেদী, রিয়াজ, বিজয়, আফ্রিদি ও পেরেরা।
খুলনা টাইটান্সঃ মাহমুদউল্লাহ(অধিনায়ক), আরিফুল, শানত, তাইজুল, জহুরুল, ব্র্যাফেট, জুনায়েদ, মালান, সাদ্দাম, শরিফুল, টেইলর ও ভেসি।