সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২০০ মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে নৌ-পুলিশ।
সোমবার (২৮ জানুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর সংলগ্ন মালঞ্চ নদীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফারুক হোসাইন সাগর, মুন্সিগঞ্জ নৌপুলিশের কর্মকর্তাবৃন্দ, মৎস্য অফিসের কর্মকর্তাবৃন্দ প্রমুখ।