Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ভারতে বিয়ে থেকে ফেরার পথে একই পরিবারের ১২ জনের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:০৫ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:০৫ AM

bdmorning Image Preview


ভারতের মধ্যপ্রদেশের বিয়ে বাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ১২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সবাই একই পরিবারের সদস্য বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। এই ঘটনায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৮ জানুয়ারি) রাত ১২টার দিকে একটি বিয়ের অনুষ্ঠানে যোগদান শেষে গাড়িযোগে বাড়ি ফেরার পথে অপর একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে এই দুর্ঘটনার ঘটনা ঘটে।

দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, দুর্ঘটনার পর নিহতদের বহনকারী গাড়িটি অন্তত ৫০ ফুট নিচে পড়ে যায়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে পাঁচ ও হাসপাতালে নেওয়ার পর আরো সাতজনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ২০১৭ সালে ভারতে সড়ক দুর্ঘটনায় প্রায় দেড় লাখ মানুষের প্রাণহানি হয়েছে। আর আগের বছর অর্থাৎ ২০১৬ সালে এ সংখ্যা ছিলো দেড় লাখের বেশি।

Bootstrap Image Preview