Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চট্টগ্রামে ধর্ষণের মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:২৮ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


চট্টগ্রামে এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছে, এই ঘটনায় গ্রেফতার হয়েছে আরো একজন। 

সোমবার (২৮ জানুয়ারি) গভীর রাতে ফিরিঙ্গিবাজার মেরিনার্স রোডে গোলাগুলির ওই ঘটনা ঘটে বলে চট্টগ্রাম কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন।

নিহত শাহাবুদ্দিন এবং গ্রেফতার শ্যামল দে দুজনেই পেশায় গাড়ি চালক। গত ২৭ জানুয়ারি এক মাদ্রাসা ছাত্রীকে তারা তুলে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে ধর্ষণ করে বলে অভিযোগ পায় পুলিশ। 

ওসি মহসিন বলেন, সোমবার রাতে তারা ওই মেয়েটিকে আবার তুলে নেওয়ার চেষ্টা করে। বিষয়টি জানতে পেরে পুলিশ অভিযান চালিয়ে একটি গাড়ি আটক করতে পারলেও তারা পালিয়ে যায়।

পরে রাতে চকবাজারের ডিসি রোড এলাকায় অভিযান চালিয়ে শ্যামলকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পরে শাহাবুদ্দিনকে ধরতে ফিরিঙ্গিবাজারে যায় পুলিশের একটি দল বলে জানান ওসি।

ওসি বলেন, মেরিনার্স রোডে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করতে গেলে সে পুলিশের দিকে গুলি ছোড়ে। পুলিশও তখন পাল্টা গুলি চালায়। পরে সেখানে শাহাবুদ্দিনকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

এই অভিযানে পুলিশের তিন সদস্য আহত হয়েছেন এবং ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি।

Bootstrap Image Preview