Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পাটগ্রামে চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ নীলুর মতবিনিময় সভা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও পাটগ্রাম মহিলা কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান নীলু সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।

সোমবার (২৮ জানুয়ারি) দুপুরে পাটগ্রাম মহিলা কলেজ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, ১৯৮৫ সাল থেকে আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। আওয়ামী লীগের বিভিন্ন পদ-পদবীতে দায়িত্ব পালন করে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেনের নেতৃত্বে পাটগ্রামের সকল উন্নয়নে ভূমিকা রাখছি। সে কারণেই আমিই আওয়ামী লীগ ও পাটগ্রামের জনগণের যোগ্য প্রার্থী।

সাংবাদিকদের এক প্রশ্নের উওরে অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, আমি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইবো এবং আমার বিশ্বাস আওয়ামী লীগ আমাকেই দলীয় মনোনয়ন দিবেন।

মতবিনিময় সভায় অধ্যক্ষ মিজানুর রহমান নীলু বলেন, আমি নির্বাচিত হলে পাটগ্রামের বুড়িমারী স্থল বন্দরে দুর্নীতি প্রতিরোধসহ বেকারদের কর্মসংস্থান সৃষ্টি ও শিশু বিবাহ, মাদকমুক্ত সমাজ তৈরীতে কাজ করবো। 

Bootstrap Image Preview