Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্রীলঙ্কার নির্বাচক প্যানেল থেকে বাদ হাথুরুসিংহে! 

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০১:০১ PM

bdmorning Image Preview


বাংলাদেশের ক্রিকেটের সফল কোচেদের মধ্যে অন্যতম ছিলেন চন্ডিকা হাথুরুসিংহে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই শ্রীলঙ্কা দলের কোচ হিসেবে হিসেবে যোগ দেন। শ্রীলঙ্কা দলের কোচ হওয়ার সঙ্গে সঙ্গে তিনি ছিলেন দল নির্বাচন কমিটিতেও। তবে দলের টানা ব্যর্থতায় এবার হাথুরুকে নির্বাচক কমিটিতে থেকে বাদ দিলো শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। 

হাথুরো বাংলাদেশের কোচ থাকাকালীন সময় নির্বাচক কমিটিতেও ছিলেন। যদিও সেটা নিয়ে অনেক মতপার্থক্য দেখা দিয়েছিল। শ্রীলঙ্কাতেও তিনি এই ধারা বজায় রাখতে চেয়েছিলেন। লঙ্কান আইন অনুযায়ী নির্বাচক প্যানেলে কোচের কোন জায়গা না থাকলেও হাথুরোকে কোচ হিসেবে নিয়োগ দেবার পর লঙ্কান ক্রিকেট বোর্ড ক্রীড়া আইনে পরিবর্তন এনে সফরকালীন দলে নির্বাচক কমিটিতে হাতুরুসিংহেকে জায়গা দিয়েছিল। কিন্তু দলের টানা ব্যর্থতার জন্য হাতুরুসিংহেকে নির্বাচক কমিটি থেকে সরিয়ে দিয়েছে তারা। এর ফলে দেশ কিংবা বিদেশ কোন সিরিজেই দল নির্বাচনে তার কোনো হাত থাকবেনা। 

বাংলাদেশের পর চান্দিকা হাথুরুসিংহেকে বেশ ডাক ঢোল পিটিয়ে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল শ্রীলঙ্কা। তাদের ধারণা ছিল বাংলাদেশের দলের কোচ হয়ে পরিচিতি পাওয়া হাথুরু শ্রীলঙ্কা দলকেও অনন্য উচ্চতায় টেনে তুলতে পারবেন। তবে তার কিছুই হয়নি। পরিস্থিতি সেই আগের মতোই। ব্যর্থতা থেকে কোনো রকেমেই যেন বেরুতে না পারার জন্য শ্রীলঙ্কা বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সর্বশেষ খবর অনুযায়ী, নির্বাচক প্যানেল থেকে বাদ দেয়ায় পদত্যাগও করতে পারেন বাংলাদেশের এই সাবেক কোচ!

Bootstrap Image Preview