বিবিএল ষষ্ঠ আসর এখন চিটাগংয়ে। চিটাগং পর্বে আজ দিনের প্রথম খেলায় মুখোমুখি হচ্ছে চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এই ম্যাচে চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।
চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স বৃষ্টির কারনে দেরিতে মাঠে টর্স গড়ায়। তবে বৃষ্টির বাঁধার পর ১.২৫ মিনিটে মাঠে টস করেতে আসের দুই দলের অধিনায়ক ও ম্যাচ রেফারি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুড় ১.৪০ মিনিটে।
চিটাগং ভাইকিংস-কুমিল্লা ভিক্টোরিয়ান্স ম্যাচে আজ যে দল জিতেবে তারা টেবিলের শীর্ষে পৌঁছে যাবে। এই দুটি দলই ৯ ম্যাচ থেকে ৬টি করে জয় পেয়েছে। তবে নিট রান রেটে এগিয়ে থাকায় দ্বিতীয় স্থানে কুমিল্লা ও তৃতীয় স্থানে রয়েছে চিটাগং।
চট্টগ্রাম ভাইকিংস: মোহাম্মদ শেহেজাদ, সিএস ডেলপোর্ট, ইয়াসির আলী, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, সিকান্দার রাজা, নাজিবুল্লাহ জাদরান, নাঈম হাসান, শাদমান ইসলাম, আবু জয়ী, খালেদ আহমেদ।
কুমিল্লা ভিক্টোরিয়ান: তামিম ইকবাল, ইভিন লুইস, আনামুল হক, ইমরুল কায়েস, এনএলটিসি পেরেরা, শহীদ আফ্রিদি, শামসুর রহমান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ সাইফুদ্দিন, আবু হায়দার, মাহেদী হাসান।