শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ উদ্যোগে ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করছে।
গতকাল সোমবার মধ্যরাতে নগরীর রেলস্টেশন এলাকা, ক্বিন ব্রিজ, বন্দর পয়েন্টসহ বিভিন্ন স্থানে শতাধিক দুঃস্থ ও শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন, সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি এল আর রাসেল, সিনিয়র সহ-সভাপতি মো. নূরুল আমিন, সহ-সভাপতি সাইমন ইসলাম, সাধারণ সম্পাদক নাঈম ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সুমন মিয়াসহ অনুুুষদভুক্ত বিভিন্ন বিভাগের নেতৃৃৃবৃন্দ।
সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগের সভাপতি এল আর বলেন, 'সামাজিক বিজ্ঞান অনুষদ শাখা ছাত্রলীগ সর্বদা অসহায় মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করে। আমরা শীতবস্ত্র বিতরণসহ বেশ কিছু কল্যাণমূলক কর্মসূচি হাতে নিয়েছি। সর্বদা দুঃখী মানুষের পাশে দাঁড়াতে আমরা অঙ্গীকারবদ্ধ।'