Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

যে কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে থেকে বাদ পড়ল বাংলাদেশ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৩:৩৩ PM

bdmorning Image Preview


২০২০ সালের ১৮ অক্টোবর থেকে ১৫ নভেম্বর অস্ট্রেলিয়া অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আইসিসি এই টুর্নামেন্টে সরাসরি মূলপর্বে খেলতে পারছে না বাংলাদেশ। তবে আফগাস্তিান অস্ট্রেলিয়ার আয়োজিত টি-টোয়েন্টি বিশ্বকাপের এই আসরে সরাসরি অংশ নিতে পারবে। 

অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের এ আসরে আইসিসির নতুন ফরম্যাট অনুযায়ী মূলপর্ব অনুষ্ঠিত হবে ১২ দল নিয়ে। তবে মূলপর্বে সরাসরি খেলার সুযোগ পাবে মাত্র ৮টি দল। সেই হিসেবে গেল বছরে টি-টোয়েন্টি ১০ নম্বর অবস্থানে থেকে বছর শেষ করায় তাদেরকে বাছাই পর্ব খেলতে হবে। তবে শুধু বাংলাদেশের সঙ্গে র‌্যাঙ্কিংয়ের নয় নম্বরে থাকা শ্রীলঙ্কাকেও খেলতে হচ্ছে বাছাই পর্ব।

গ্রুপ পর্বের জন্য বাংলাদেশ ও শ্রীলঙ্কা ব্যতীত বাকি ছয় দল বাছাই করা হবে ২০১৯ সালে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইপর্বের মাধ্যমে। এরপর বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে দুই গ্রুপে বিভক্ত করে বাছাই পর্বের খেলা অনুষ্ঠিত হবে। পবর্তীতে গ্রুপের সেরা চার দল অংশ নিতে পারবে বিশ্বকাপের মূল পর্বে। 

বাছাই পর্বে ১৯, ২১ ও ২৩ অক্টোবর মাঠে নামবে টাইগাররা। তিনটি ম্যাচই হোবার্টের ব্লান্ডস্টোন এরিনায় আয়োজন করা হবে।

সুপার টুয়েল্ভ গ্রুপ ওয়ানে খেলবে অস্ট্রেলিয়া, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড ও প্রথম রাউন্ডের ‘এ’ গ্রুপের সেরা দলটি। গ্রুপ টুতে ভারত, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, আফগানিস্তান ও প্রথম রাউন্ডের গ্রুপ ‘বি’র সেরা দলটি। বাছাই পর্ব পেরিয়ে সেরা চারটি দল দুই গ্রুপে ভাগ হয় টি-টোয়েন্টি বিশ্বকাপের লড়াইয়ে নামবে।

Bootstrap Image Preview