অস্ট্রেলিয়ার বিপক্ষে বোলিং করার সময় টিম ইন্ডিয়ার অফ-স্পিনার আম্বাতি রাইডুর বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়। যার জন্য তাকে ১৪ দিনের মধ্যে বোলিং পরীক্ষায় বসার শর্ত দেওয়া হলেও তিনি তা মানেননি।
ফলে নির্ধারিত সময়ের মধ্যে রাইডুর পরীক্ষায় না বসায় আইসিসি-র ৪.২ নম্বর নিয়ম অনুযায়ী বোলিং থেকে নির্বাসিত করা হয় ভারতের তারকা অলরাউন্ডারকে।
সোমবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময়েই এই খবর ছড়িয়ে পড়ে। সোমবার ৪০ রানে অপরাজিত থেকে রাইডু ভারতকে জেতান। ভারতের জয়ের দিনেই এল খারাপ খবর।