Bootstrap Image Preview
ঢাকা, ০৫ সোমবার, মে ২০২৫ | ২১ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

বাংলাদেশ এক দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ: এআইআইবি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৫:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক বা এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের (এআইআইবি) ২০১৯ সালের অগ্রাধিকার তালিকায় আছে বাংলাদেশ। মুদ্রাস্ফীতির চাপ নিয়ে অবকাঠামোগত স্টেকহোল্ডারদের উদ্বেগ ও টাকার মান কমে যাওয়া নিয়ে পূর্বাভাস দেয়া হলেও বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন বেড়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ার অবকাঠামোগত অর্থায়ন প্রতিবেদেনে বলা হয়েছে, এশিয়ায় উল্লেখযোগ্য অবকাঠামো নির্মাণে বিনিয়োগ অব্যাহত রাখবে এআইআইবি। আর এ তালিকায় আছে বাংলাদেশ। বাংলাদেশের বর্তমান বাজার পরিস্থিতির অস্থিরতা ও স্বল্পমেয়াদী ঝুঁকি সত্ত্বেও ব্যাংকটি বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে।

অন্যান্য দেশের সঙ্গে তুলনায় দেখা যাচ্ছে, আগামী এক বছরে বাংলাদেশে অবকাঠামোগত ঋণ ব্যয় সামান্য হারে কমে যাবে। কেননা বাংলাদেশে এখন অনেক দেশীয় প্রতিষ্ঠানের অর্থায়নের পরিবেশ তৈরি হয়েছে। এছাড়া আর্থিক খাতগুলোর শক্তিশালী উন্নয়নের কারণে ঋণ নেয়ার পরিমাণ কমে যাবে বলে ধারণা করা হচ্ছে। কারণ হিসেবে বলা হয়েছে, দেশের বাজারে এখন অনেক দীর্ঘমেয়াদী ঋণদাতা আছে।

এআইআইবির নীতি ও কৌশল শাখার ভাইস প্রেসিডেন্ট জোয়াকিম ভন আসবার্গ বলেন, ‘বাংলাদেশ এক দ্রুত উন্নয়নশীল অর্থনীতির দেশ। দেশটি এখন অর্থনৈতিক অবস্থা এগিয়ে নিতে অবকাঠামোগত উন্নয়নে কিছু ঋণ পেলে তা আরও বেগবান হবে।’

তিনি বলেন, ‘আমরা বাংলাদেশ সরকার ও অন্যান্য অংশীদারদের সঙ্গে অবাকঠামোগত প্রকল্পগুলো চিহ্নিত করে কাজ করতে বদ্ধপরিকর। এসব প্রকল্প আর্থিকভাবে বেশ কাজের এবং দেশটির অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’

Bootstrap Image Preview