ঘরের মাঠে টানা হ্যাটট্রিক হার হারলো চিটাগং ভাইকিংস। ঢাকা ও সিলেট পর্বে টানা জয় থাকার পর চট্টগ্রাম পর্বের একটি ম্যাচেও এখনো জয়ের দেখায় পায়নি মুশফিকরা। নিজেদের দশম ম্যাচে কুমিল্লা ভেক্টোরিয়ান্সে কাছে ৭ উইকেটে হারলো।
বৃষ্টি ভেজা এই মাঠে প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিন্ধান্ত নেন চিটাগং ভাইকিংসের ক্যাপ্টেন মুশফিকুর রহিম। কিন্তু ভেক্টোরিয়ান্স বোলারদের সামনে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে ভাইকিংস ব্যাটসম্যানরা। অবশেষে মোসাদ্দেকের ৪৩ রানে ভর করে নির্ধারিত ১৯ ওভারে ৮ উইকেট হারিয়ে ১১৬ রান করে তাঁরা।
জয়ের ছন্দে থাকা কুমিল্লা ভেক্টোরিয়ান্স মুস্ফিকদের দেওয়া এই স্বল্প পুঁজির টার্গেটে ব্যাটিং করতে নেমে কোন চাপ ছাড়াই তামিমের ব্যাটিংয়ে জয়ে লক্ষে পৌছিয়ে যায়।
কুমিল্লা ভেক্টোরিয়ান্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১১৭/৩
তামিম(৫৪), বিজয়(৮), শামসুর রহমান(৩৬), ইমরুল কায়েস(৮) ও পেরেরা(১০)।
উইকেট নিয়েছেঃ খালেদ(১), রাহী(২)।
চিটাগং ভাইকিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১১৬/৮
শেহজাদ(৩৩), সাদমান(০), ইয়াসির(০), মুশফিক(৬), জাদরান(১৩), ডেলপোর্ট (৬), রাজা(৫), মোসাদ্দেক(৪৩)*, নাঈম(৪) ও রাহী(০)*।
উইকেট নিয়েছেনঃ সাইফউদ্দিন(২), আফ্রিদি(২), ওহাব(২), মেহেদী(১)।