ভারতের প্রাক্তন রঞ্জি ক্রিকেটার এবং কোচ অমৃক সিংহ নাগরা মাত্র ৪৯ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠে মারা গিয়েছেন।
জানা গিয়েছে, সিংহ স্কুলের মাঠে কোচিং করাচ্ছিলেন । সেখানেই হৃদরোগে আক্রান্ত হন । এরপর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।
ভারতের জাতীয় স্তরের বহু ক্রিকেটার, এমনকি বিষেন সিংহ বেদীও নাগরার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।
ক্রিকেট ছেড়ে দেওয়ার পরে কোচিংয়ে আসেন অমৃক সিংহ। বাবা ইশার সিংহ স্কুলে ১৭ বছর ধরে ফিজিক্যাল এডুকেশনের শিক্ষক ছিলেন। তাঁর হাতেই তাইল্যান্ডের জাতীয় দলের ক্রিকেটার সর্বজিৎ সিংহ এবং অস্ট্রেলিয়ান ক্লাব ক্রিকেটার পরমপ্রীত সিংহ উঠে এসেছেন।