Bootstrap Image Preview
ঢাকা, ০১ বৃহস্পতিবার, মে ২০২৫ | ১৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শ্যামনগরে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা অনুষ্ঠিত

রনজিৎ বর্মন, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview


সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ- ৬২নং সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে কারিতাস সুফল-২ প্রকল্পের সদস্যদের আয়োজনে কারিতাস খুলনা অঞ্চলের সহায়তায় স্থানীয় কৃষকদের কৃষিতে উৎসাহিত করতে ও কৃষির চর্চা বৃদ্ধিতে কৃষি প্রযুক্তি হস্তান্তর মেলা- ২০১৯ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।

মেলার উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি মুন্সিগঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোড়ল।

কারিতাস শ্যামনগরের প্রোগ্রাম অফিসার সুমন কুমার মালাকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুণ নাহার বেগম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাসুম বিল্যা, মুন্সিগঞ্জ ইউপি সদস্য সিরাজুল ইসলাম পল্টু, জবেদা বেগম, উৎপল যোদ্দার, কারিতাস শ্যামনগরের কৃষি প্রযুক্তি কর্মকর্তা হরিদাশ মন্ডল, সাবেক ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান বকুল, আফতাবুজ্জামান প্রমুখ।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন, কারিতাস শ্যামনগরের কর্মকর্তা শেখ মোঃ তৌহিদ হোসেন।

দুই শতাধিক কৃষকের অংশগ্রহণে মেলায় সবজি চাষ, হাঁস মুরগী পালন, মাছ চাষ, গবাদি পশু পালন, ধান চাষ, পুষ্টি বিষয়সহ অন্যান্য কৃষির প্রযুক্তি ৬টি বৃহৎ স্টলে প্রদর্শন করা হয়। 

Bootstrap Image Preview