চলতি বিপিএলের ৩৬ তম মাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। প্রথমে টসে জিতে ব্যাটিংন নিয়েছেন রাজশাহী কিংস্বে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
দশ ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে আছে মাশরাফির রংপুর। অন্যদিকে দশ ম্যাচে পাছ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে রাজশাহী কিংস। চলতি বিপিএলে প্রথম দেখায় মিরাজদের কাছে হেরেছিলো মাশরাফি। হয়তো আজ সেই হারের বদলা নিতেই মাঠে নামবে রংপুর।