চলতি বিপিএলে চিটাগং ভাইকিংসকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিলেন রাজশাহী কিংসের ক্যাপ্টেন মেহেদী হাসান মিরাজ। সেই জয়ের আনন্দে টিম হোটেলের বেড রুমে মোস্তাফিজকে খুশি করার জন্য নেচেছেন মিরাজ যা ইতোমধ্যে ইন্টারনেটে ভাইরাল হয়েছে। কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়য়মোটেও ভালো নেননি কিংস ক্যাপ্টেন।
এই বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মিরাজ বলেছেন,'আমি তো সবাইকে দেখাতে নাচিনি....। মুস্তাফিজের সঙ্গে মজা করছিলাম। আর অমনি এটা ছেড়ে দেওয়া হয়েছে ফেসবুকে। বিষয়টা আমার
মোটেও ভালো লাগেনি।'
আসলে, ঐ দিন চিটাগং ভাকিংসের বিপক্ষে মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে জয় পায় রাজশাহী। বিশেষ করে খেলার ১৮তম ওভারে ভাইকিংসের যখন ১৩ রান দরকার ছিলো ঠিক সেই সময় মিরাজ মোস্তাফিজকে বোলিংয়ে আনেন। মোস্তাফিজ সেই ওভারে ৬ রান দিয়ে নেন এক উইকেট। ফিজের এমন বোলিং নৈপূর্নে জয় পায় রাজশাহী। সেই জয়ের আনন্দে টিম হোটেলে মোস্তাফিজকে খুশি করার জন্য নেচেছিলেন মিরাজ।