চট্টগ্রাম মহানগর বিএনপি’র সভাপতি ডা. শাহাদাত হোসেন জামিনে মুক্তি পেয়েছেন।
মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি পান।
চট্টগ্রাম মহানগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ডা. শাহাদাতের নামে থাকা ৪৩টি মামলায় জামিন পেয়েছেন। সব মামলায় জামিন পাওয়ার মঙ্গলবার তিনি কারাগার থেকে মুক্তি পান।
জানা যায়, গত বছরের ৭ নভেম্বর ঢাকার সিএমএম আদালত থেকে গ্রেফতার হয়েছিলেন ডা শাহাদাত। কারাগারে থাকা অবস্থায় তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম ৯ আসন থেকে বিএনপির প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন। দীর্ঘ তিন মাস কারাভোগের পর তিনি জামিনে বের হলেন।