Bootstrap Image Preview
ঢাকা, ১৬ মঙ্গলবার, ডিসেম্বার ২০২৫ | ২ পৌষ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

মিথ্যা সংবাদ প্রচার করায় মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব

কূটনৈতিক প্রতিবেদক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:০৪ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:০৪ PM

bdmorning Image Preview


মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ লুইন ও-কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল পাঁচটায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব বিভাগের মহাপরিচালক দেলোয়ার হোসেন মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করেন। মিথ্যা প্রচারের কারণে দেশটির রাষ্ট্রদূতকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, মিয়ানমারের মংডু সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে পুলিশ চৌকিতে গত ২৪ জানুয়ারি বাংলাদেশের উগ্রবাদী সন্ত্রাসীরা হামলা চালিয়েছে— এমন ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়েছে দেশটির প্রশাসন। সেই খবর মিয়ানমারের বেশ কয়েকটি গণমাধ্যমে প্রকাশ করাও হয়েছে।

বাংলাদেশের পক্ষ থেকে ভিত্তিহীন ওই খবরের প্রতিবাদ জানাতেই মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়।

এর আগে সীমান্তে শূন্যরেখার ১৫০ গজের মধ্যে পাকা স্থাপনা তৈরির প্রতিবাদে গত ১৫ জানুয়ারি মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে প্রতিবাদপত্র তুলে দেওয়া হয়েছিলো।

Bootstrap Image Preview