চলতি বিপিএলের ৩৬ তম মাচে মুখোমুখি হয়েছে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স। প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করেছে রাজশাহী কিংস। জয়ের জন্য মাশরাফিদের ১৪২ রান দরকার।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৪১/8
লুইস(১২), সৌম্য(১৪), মুমিনুল(৪), ইভান্স(৩৫), মিরাজ(৬), জঙ্কের(১৬), ফজলে(১৮), কাইস(২২), আরাফাত(১), মোস্তাফিজুর(৪)।
উইকেট নিয়েছেনঃ অপু(২), রেজা(১), শহিদুল(২), নাহিদুল(১)।
দশ ম্যাচে সাত জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে আছে মাশরাফির রংপুর। অন্যদিকে দশ ম্যাচে পাছ জয় নিয়ে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে আছে রাজশাহী কিংস। চলতি বিপিএলে প্রথম দেখায় মিরাজদের কাছে হেরেছিলো মাশরাফি। হয়তো আজ সেই হারের বদলা নিতেই মাঠে নামবে রংপুর।