Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবি প্রেসক্লাবে 'বিদ্যুৎ রনজন দত্ত স্মৃতি পাঠাগার' উদ্বোধন

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:৫৫ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৮:৫৫ PM

bdmorning Image Preview


শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকদের সংগঠন 'শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব'র উদ্যোগে বিদ্যুৎ রনজন দত্ত স্মৃতি পাঠাগারের উদ্বোধন করা হয়েছে।  

মঙ্গলবার (২৯ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এই পাঠাগারের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

এসময় তিনি বলেন, সাংবাদিকতা নিয়ে পড়াশোনার জন্য এই সর্ম্পকিত বই নিয়ে লাইব্রেরি প্রতিষ্ঠা করা একটি প্রশংসনীয় উদ্যোগ। শাবি প্রেসক্লাব সর্বদা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অর্জন ও সুনাম তাদের লেখনীর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 

শাবি প্রেসক্লাবের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুনেদ আহমেদের সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর অধ্যাপক জহির উদ্দিন আহমেদ, অধ্যাপক ড. মুহসিন আজিজ খাঁন, প্রধান প্রকৌশলী ইঞ্জি. হাবিবুর রহমান, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফয়জুল্লাহ ওয়াসিফ, বর্তমান সহ-সভাপতি রিফাত আল মামুন, কোষাধ্যক্ষ এনামুল হাসান, দফতর সম্পাদক মেহেদী কবীর, কার্যকরী সদস্য হোসাইন ইমরান, আরাফ আহমদসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা। 

উল্লেখ্য, শাবি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও সাবেক কোষাধ্যক্ষ প্রয়াত বিদ্যুৎ রনজন দত্তের নামে পাঠাগারের এই নামকরণ করা হয়।  তিনি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের প্রথমব্যাচের শিক্ষার্থী ছিলেন। 


 

Bootstrap Image Preview