টানা দ্বিতীয়বারের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিন।
সোমবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিনকে দ্বিতীয় মেয়াদে উপাচার্য নিয়োগের সত্যতা তুলে ধরা হয়েছে।
এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়টির চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) আইন- ২০০১ এর ধারা ১০ (১) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিনকে আগামী ২ ফেব্রুয়ারি থেকে দ্বিতীয়বারের ন্যায় পরবর্তী চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন।
বশেমুরবিপ্রবি'র জনসংযোগ কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
প্রসঙ্গত, প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিন ২০১৫ সালের ২ ফেব্রুয়ারি থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি এবং তিনি একই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট।
উল্লেখ্য, প্রফেসর ড. মোঃ খোন্দকার নাসিরউদ্দিন গোপালগঞ্জের কাশিয়ানী থানার সাতাশিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।