মিরাজদের প্লে-অফ পর্বে খেলার স্বপ্নের পথ কঠিন করে দিলো মাশরাফির রংপুর রাইডার্স। ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে সেরা চারে খেলার আশা বাঁচিয়ে রেখেছিলো রাজশাহী। কিন্তু আজ ১১তম ম্যাচে রংপুরের কাছে ৬ উইকেটে হেরে সেই আশা প্রায় শেষ!
প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে রাজশাহী কিংস।
রাজশাহীর দেওয়া ১৪১ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে কিংস বোলারদের সামনে প্রায় শেষ ওভার পর্যন্ত ব্যাটিং করেছে রংপুর রাইডার্স। অবশেষে ১৮.৪ ওভারে ৬ উইকেট হাতে নিয়ে জয় তুলে নেয় রাওংপু। এই দিন ব্যাট হাতে রংপুরের সর্বোচ্চ রান করেন রুশো। তাঁর ব্যাট থেকে আসে ৫৫ রান।
রংপুর রাইডার্সের সংক্ষিপ্ত স্কোরঃ১৪৫/৪
গেইল(১০), রুশো(৫৫), হেলস(১৬), ডি ভিলিয়ার্স(৩৭), মিথুন(৪), নাহিদু(১১)।
উইকেট নিয়েছনঃ মিরাজ(১), সানি(১), কাইস(১), রাব্বী(১)।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৪১/8
লুইস(১২), সৌম্য(১৪), মুমিনুল(৪), ইভান্স(৩৫), মিরাজ(৬), জঙ্কের(১৬), ফজলে(১৮), কাইস(২২), আরাফাত(১), মোস্তাফিজুর(৪)।
উইকেট নিয়েছেনঃ অপু(২), রেজা(১), শহিদুল(২), নাহিদুল(১)।