নদীতে খালি গায়ে একদল লোক। যাদের অধিকাংশই প্রবীণ। কুম্ভমেলায় এমন দৃশ্য বিরল নয়। কিন্তু মঙ্গলবার যে দল পুণ্যডুব দিলেন, তারা সবাই পরিচিতজন।
সবাই ভারতের উত্তরপ্রদেশের মন্ত্রী। যাদের নেতা মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। পুরো মন্ত্রিসভাকে প্রয়াগরাজে কুম্ভমেলায় নিয়ে গিয়ে পুণ্যডুব দেওয়ালেন যোগি আদিত্যনাথ। তার আগে কুম্ভেই সারলেন মন্ত্রিসভার বৈঠক। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত না হলেও এই প্রথম লখনৌর বাইরে বৈঠকে বসল যোগির মন্ত্রিসভা।
লোকসভা ভোটের মুখে কুম্ভমেলা ঘিরে হিন্দুত্বের রাজনীতির পালে হাওয়া দিতে খামতি রাখেননি যোগি আদিত্যনাথ। প্রায় চার হাজার দু'শ কোটি টাকা খরচ করে অর্ধকুম্ভকে পূর্ণকুম্ভের রূপ দিয়েছেন।
তার মধ্যেই জোট বেঁধেছেন অখিলেশ-মায়াবতী। রাজনীতিতে অভিষেকের ঘোষণা হয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর। রাজনৈতিক শিবিরের ব্যাখ্যা, প্রতিপক্ষ তিন শিবিরের দুই ঘোষণায় গো-বলয়ের সবচেয়ে বড় রাজ্যে কিছুটা হলেও চাপে বিজেপি।
এই পরিস্থিতিতে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় জমায়েত কুম্ভকে আঁকড়ে ধরে হিন্দুত্বের প্রচার আরো জোরদার করতে চেয়েছেন যোগি। মন্ত্রিসভার বৈঠক এবং গঙ্গাস্নানও তারই অঙ্গ।
গঙ্গায় ডুব দেওয়ার আগে প্রয়াগরাজেই বিশেষ বৈঠকে বসে যোগির মন্ত্রিসভা। বৈঠকে একটি সিদ্ধান্ত হয়েছে। ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ সিনেমাটি উত্তরপ্রদেশে করমুক্ত করা হয়েছে। উরি সেনা ছাউনিতে হামলার পর পাকিস্তানের মাটিতে ঢুকে ভারতীয় সেনার সার্জিক্যাল স্ট্রাইকের পটভূমিতে তৈরি এই সিনেমার ওপর কোনো কর নেয়া হবে না।