অঘোষিত ফাইনালে মঙ্গলবার মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা- পাকিস্তান। প্রথম চার ওয়ানডে শেষে ২-২ সমতা থাকায় স্বাগতিক দক্ষিণ আফ্রিকা ও সফরকারী পাকিস্তানের মধ্যকার পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে রুপ নিয়েছে অঘোষিত ফাইনালে। শেষ ম্যাচের বিজয়ী দল জিতে নিবে সিরিজ। তাই অঘোষিত ফাইনাল জিতে সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই কেপ টাউনে বাংলাদেশ সময় বিকেল ৫টায় মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
তিন ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর জয় দিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিলো পাকিস্তান। প্রথম ওয়ানডে ৫ উইকেটে জিতেছিলো তারা। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুড়ে দাঁড়ায় দক্ষিণ আফ্রিকা। এতে সিরিজে সমতা আসে।
সিরিজে সমতা এনে আত্মবিশ্বাসী হয়ে উঠে দক্ষিণ আফ্রিকা। তারই ধারাবাহিকতায় সেঞ্চুরিয়নে বৃষ্টি আইনে তৃতীয় ওয়ানডে জিতে ২-১ ব্যবধানে এগিয়ে যায় স্বাগতিকরা। তাই চতুর্থ ম্যাচ জিতে এক ওয়ানডে বাকী রেখেই সিরিজ নিজেদের করে নেয়ার লক্ষ্য ছিলো দক্ষিণ আফ্রিকার। কিন্তু সেটি হতে দেয়নি পাকিস্তান।
নিয়মিত অধিনায়ক সরফরাজকে ছাড়াই চতুর্থ ম্যাচে দুর্দান্ত এক জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়া খেলোয়াড় আন্দিলে ফেলুকুওয়াকে কুৎসিত বর্ণবাদী মন্তব্য করায় সরফরাজকে আন্তর্জাতিক অঙ্গনে চার ম্যাচ নিষিদ্ধ করে ক্রিকেটের প্রধান সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তারপরও বোলার ও ব্যাটসম্যানদের নৈপুণ্যে ৮ উইকেটে জয় পায় পাকিস্তান। সিরিজে ২-২ সমতা আনে সফরকারীরা। ফলে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডেটি রুপ নিয়ে অঘোষিত ফাইনালে। আর এমন ফাইনালে জয় পেতে মরিয়া দু’দলই।
দক্ষিণ আফ্রিকা দল : ফাফ ডু-প্লেসিস (অধিনায়ক), হাশিম আমলা, আইডেন মার্করাম, রেজা হেনড্রিকস, ইমরান তাহির, কুইন্টন ডি কক, ডেল স্টেইন, ব্রুইন হেনড্রিক্স, ডেভিড মিলার, আন্দিলে ফেলুকুওয়াও, ডোয়াইন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, ফন ডার ডুসেন।
পাকিস্তান দল : শোয়েব মালিক (অধিনায়ক), বাবর আজম, ফাহিম আশরাফ, ফখর জামান, হাসান আলী, হুসেইন তালাত, ইমাদ ওয়াসিম, ইমাম উল হক, মোহাম্মদ আমির, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খনি, শাহিন আফ্রিদি, শান মাসুদ, উসমান খান।