Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ১ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

৬৮ বছর বয়সে অবসর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:২৬ AM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১১:২৬ AM

bdmorning Image Preview


৭ বছর প্রথম শ্রেনীর ক্রিকেট খেলার পর ১৯৭৫ সালে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে টানা ক্রিকেট খেলে গিয়েছেন নিউজিল্যান্ডের ফাস্ট বোলার ইয়েন চ্যাটফিল্ড। ৬৮ বছর বয়সে এসে তাঁর মনে হয়েছে, তিনি আর 'লেভেল' ধরে রাখতে পারছেন না। তাই অবশেষে সোমবার (২৮ জানুয়ারি) অবসরের কথা ঘোষণা করলেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পরিচিত ছিলেন 'নায়েনায়ে এক্সপ্রেস' নামে। 

১৯৭৫ সালে অকল্যান্ডে ব্ল্যাক-ক্যাপসদের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল তাঁর। তারপর থেকে মোট ৪৩টি টেস্ট খেলে ৩২.১৭ গড়ে তিনি ১২৩টি উইকেট শিকার করেছিলেন। পাশাপাশি ১১৪টি একদিনের ম্যাচে ২৫.৮৩ গড়ে ১৪০টি উইকেট নিয়েছিলেন। ১৯৮৯ সালে পাকিস্তানের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন তিনি। তারপর থেকে জাতীয় দলে ডাক না পেলেও তিনি অবসর না নিয়ে 'নায়েনায়ে ওল্ড বয়েজ' ক্লাবের হয়ে খেলা চালিয়ে যান।

গত শনিবার (২৬ জানুয়ারি) তিনি ওল্ড বয়েজ-এর হয়ে শেষ ম্যাচটি খেলেন। অবসরের কারণ হিসেবে তিনি জানিয়েছেন, ৬৮ বছর বয়স হলেও তাঁর নিজের খেলার একটি মানদণ্ড আছে। সম্প্রতি তাঁর মনে হয়েছে আর সেই মান ধরে রাখতে পারছেন না। স্টিম ফুরিয়েছে 'নায়েনায়ে এক্সপ্রেস'-এর। তাই আর খেলা চালিয়ে যেতে চান না।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর, হাট ভ্যালি অ্যাসোসিয়েশনের কোচ হিসাবে কাজ করেছেন। এর পর চিপ-শপেও কাজ করেছেন। দুধওয়ালা হিসাবে কাজ করেছেন। তার পর ওয়েলিংটনে কুরিয়ার এবং ট্যাক্সি ড্রাইভার হিসাবেও কাজ করেছেন। তবে তা সত্ত্বেও ক্রিকেটকে ছেড়ে থাকতে পারেননি।

১৯৬৮ থেকে ওয়েলিংটনের ক্লাব, নেইনেই ওল্ড বয়েজের হয়ে খেলে আসছেন। তবে বর্তমানে তিনি প্রচুর রান দিতে থাকেন। অবসর নেওয়ার সময় তিনি জানান, ' শুনলে কিছুটা বোকা বোকা লাগতে পারে। তবে আমার এখনও স্ট্যান্ডার্ড রয়েছে। এবং যখন মনে হল আমি আর এই স্ট্যান্ডার্ড দিয়ে খেলতে পারব না, তখন ঠিক করলাম এ বার ছাড়ার পালা'।

Bootstrap Image Preview