Bootstrap Image Preview
ঢাকা, ১০ শনিবার, মে ২০২৫ | ২৭ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

দেহব্যবসার পর্দা ফাঁস, হোয়াটসঅ্যাপে হতো চুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:০৩ PM

bdmorning Image Preview


হোয়াটসঅ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে ওই চক্র তাদের ব্যবসার জাল বিছিয়ে ছিল। এজেন্ট হিসেবে কাজ করতো মহিলারাও। সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেই ছবি আদান-প্রদান করতো ওই মহিলারা। আর এভাবেই খদ্দের জানাতো তাদের পছন্দ-অপছন্দ। এমন এক বড়সড় দেহব্যবসার পর্দাফাঁস করল ভারতের মহারাষ্ট্র পুলিশ।

পুলিশ সূত্র থেকে জানা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবির লেনদেন এবং পছন্দ হলে টাকার হিসেব বুঝে নেওয়া হতো। পুলিশের কাছে এই খবর যাওয়ার পরেই তারা একটি বিশেষ দল গঠন করে এই ব়্যাকেটের পর্দাফাঁস করে। এই কাজে বহু বিবাহিত মহিলাও যুক্ত ছিল বলে জানা গেছে। মহিলা এজেন্টের পাশাপাশি চার বিবাহিত মহিলাকেও গ্রেফতার করেছে পুলিশ।

এর পাশাপাশি একটি দল গঠন করে ওই মধুচক্রে হানা দিয়ে পাঁচজনকে পলঘরের সন্তোষ ভবন লজ থেকে গ্রেফতার করে। এই চক্রের সঙ্গে বৃহত্তর কোনো চক্র যুক্ত কিনা, তার অনুসন্ধানে নেমেছে পুলিশ।

Bootstrap Image Preview