Bootstrap Image Preview
ঢাকা, ০২ শুক্রবার, মে ২০২৫ | ১৮ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

চলে গেলেন নানা পাটেকরের মা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:৩১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০১:৩১ PM

bdmorning Image Preview


না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকরের মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৯ বছর।

জানা গেছে, বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন নানা পাটেকরের মা নির্মলা পাটেকর। ফলে অভিনেতা এবং তাঁর পরিবার মুম্বইয়ের মুরাদেই তাঁর মায়ের কাছে থাকতে শুরু করেন। কিন্তু আচমকাই নির্মলা পাটেকরের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। মায়ের মৃত্যুর সময় বাড়িতে ছিলেন না এই অভিনেতা।

উল্লেখ্য, অভিনেত্রী তনুশ্রী দত্তের যৌন হেনস্থার অভিযোগের কারনে আদালতে ছোটাছুটি করছেন নানা পাটেকর। যে কারনে বলিউডের বেশ কিছু প্রজেক্ট থেকে বেরিয়ে এসেছেন তিনি। যার মধ্যে অক্ষয় কুমারের 'হাউজফুল ৪' অন্যতম। তবে ‘মি টু’র বিষয়টি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে একেবারেই নারাজ তিনি। শিগগিরই গোটা বিষয়টি সবার সামনে উঠে আসবে বলে ইঙ্গিত দিয়েছেন নানা পাটেকর।

Bootstrap Image Preview