Bootstrap Image Preview
ঢাকা, ০৫ মঙ্গলবার, আগষ্ট ২০২৫ | ২১ শ্রাবণ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পটুয়াখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই

জাহিদ রিপন, পটুয়াখালী প্রতিনিধি 
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:১১ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ার চাপলী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সম্পূর্ণরূপে ভস্মীভূত হয়েছে একটি ব্যবসা প্রতিষ্ঠান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।

মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় সোলায়মান টেলিকম এন্ড বিজনেস সেন্টার নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণরূপে পুড়ে যায়। এতে আনুমানিক ৮০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ফরিদ উদ্দিন।

স্থানীয়সহ ক্ষতিগ্রস্থ ফরিদ উদ্দিন জানায়, গভীর রাতে আগুন দেখে ডাকচিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসে। মুহুর্তে আগুন দোকানের আশে পাশে ছড়িয়ে যায়। তাৎক্ষনিবভাবে কলাপাড়ার ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়। কিন্তু ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। এতে নগদ ২২ লক্ষ টাকাসহ ১টি মোটরসাইকেল ও দোকানের মালামাল পুড়ে যায়। সংবাদ পেয়ে ওই রাতে মহিপুর থানা পুলিশও ঘটনাস্থলে আসে। 

ধুলাসর ইউপি চেয়রম্যান আবদুল জলিল জানান, পাশের তিনটি দোকান ভেঙ্গে ফেলায় আগুন খুব দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।  

Bootstrap Image Preview