Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডের দল ঘোষণা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:৩০ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০২:৩২ PM

bdmorning Image Preview


একদিনের সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে। সামনে রয়েছে টি২০ সিরিজ। এই সিরিজটা জিতে সম্মান পুনরুদ্ধার করতে মরিয়া নিউজিল্যান্ড। তাই একদিনের সিরিজ শেষ হওয়ার আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে টি২০ সিরিজের জন্য ১৪ জনের দল।

একদিনের দলে থাকা হেনরি নিকোলাসকে বাদ দেওয়া হয়েছে। এছাড়া ঘরোয়া টি২০ লিগে ভাল পারফরম্যান্সের জন্য দলে নেওয়া হয়েছে দুই নতুন মুখকে। তাঁদের মধ্যে আছেন ড্যারেল মিচেল ও ব্লেয়ার টিকনার।

৬ ফেব্রুয়ারি ওয়েলিংটনে ভারত-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টি২০ ম্যাচে মুখোমুখি হবে। ভারতীয় দল যে ছন্দে আছে তাতে টি২০ সিরিজ জেতার ব্যাপারেও তারাই এগিয়ে। বিরাট বিশ্রামে চলে যাওয়ায় টিম ইন্ডিয়ার নেতৃত্বে থাকবেন রোহিত শর্মা।

নিউজ্যিান্ড টি-টোয়েন্টি দল:‌ কেন উইলিয়ামসন, ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্র‌্যান্ডহোম, লকি ফার্গুসন (‌প্রথম দুটি ম্যাচের জন্য)‌, মার্টিন গাপটিল, স্কট কুজেলিন, ড্যারেল মিচেল, কলিন মুনরো, মিচেল স্যান্টনার, টিম সাইফার্ট, ইশ সোধি, টিম সাউদি, রস টেলর, ব্লেয়ার টিকনার (‌শুধুমাত্র তৃতীয় ম্যাচে)‌। 

আগামী ৩১ জানুয়ারি হ্যামিল্টন ও ৩ ফেব্রুয়ারি ওয়েলিংটনে হবে শেষ দুই ওয়ানডে। সোমবার তৃতীয় ম্যাচ ৭ উইকেটে জিতে প্রায় দশ বছর পর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত করেছে ভারত।

শেষ দুই ওয়ানডের নিউজিল্যান্ড দল : কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, কলিন ডি গ্র্যান্ডহোম, লোকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম ল্যাথাম, কলিন মানরো, জেমস নিশাম, হেনরি নিকোলস, মিচেল স্যান্টনার, টিম সাউদি, রস টেলর।

 

Bootstrap Image Preview