Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

নবীগজ্ঞে মালবাহী ট্রাকের চাপায় শিশু নিহত

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৪:২৯ PM

bdmorning Image Preview


হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকায় মালবাহী ট্রাকের চাপায় পিষ্ট হয়ে জীবন সরকার (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে নবীগঞ্জ পৌর এলাকার জয়নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু জীবন এলাকার রতিশ সরকারের পুত্র।

এ সময় স্থানীয় জনতা ঘাতক ট্রাক ও চালককে আটক করে। পরে পুলিশ তাকে ছেড়ে দেয়।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন জানান, সকালে শিশুটি বাড়ির রাস্তায় খেলা করছিল। এ সময় একটি ট্রাক ঘুরানোর জন্য পেছন দিকে ব্রেক করে। এ সময় শিশুটি ট্রাকের চাকা নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলে শিশু মারা যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে ট্রাক ও চালককে আটক করে।

খবর পেয়ে নবীগজ্ঞ থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাক ও চালকে থানায় নিয়ে আসে বলে জানায় পুলিশ।

Bootstrap Image Preview