Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঢাকাকে উড়িয়ে দিলো চিটাগং

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:২৩ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:২৪ PM

bdmorning Image Preview


ঘরের মাথে টানা হারের পর অবশেষে ঢাকা ডাইনামাইটসের বিপক্ষে ১১ রানের জয় পেলো চিটাগং ভাইকিংস। দারুণ এই জয়ে পয়েন্ট টেবিল আরো শক্ত হলো তাদের। যদিও তাদের প্লে-অফ খেলা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। তার পরেও এই জয় টানা হারের পর অনেক স্বস্তি নিয়ে এলো। অন্যদিকে ১০ ম্যাচে পাঁচ জয় নিয়ে পয়েন্ট টেবিলের বেশ নড় বড়ে অবস্থানে সাকিবের ঢাকা।এমন পরিস্থিতে তাদের প্লে-অফ খেলা নিয়ে সংশয় জেগেছে।

প্রথমে জিতে প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করেছ চিটাগং ভাইকিংস। ১৭৫ রান তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে ঢাকা।সেই ব্যাটিং বিপর্যয় থেকে টেনে তোলেন ক্যাপ্টেন সাকিব ও নুরুল মহাসান সোহান। সোহান ৩৩ রানে রান আউট হলে চাপে পড়ে যায় ঢাকা। এরপর সাকিব একাই দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন কিন্তু ১৯তম ওভারে সাকিব ৫৩ রানে ক্যাচ আউট হলে জয়ের আশা ফুরিয়ে যায় ঢাকার। খেলার শেষ ওভারে ১৮ রান প্রয়োজন ছিলো ঢাকার কিন্তু সেই রান নিতে ব্যর্থ হয় তাঁরা।

ঢাকা ডাইনামাইটসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৬৩/৯

মিজানুর (১১), নারাইন(০), রনি(৬), সোহান(৩৩), পোলার্ড(০), রাসেল(৩৯), শুভাগত(৫), সাকিব(৫৩), ব্রিচ(৭)*, মাহমুদ(২) ও রুবেল(০)*।

উইকেট নিয়েছনঃ রাহী ৩/ ২৫ , ডেলপোর্ট ১/ ৩১, সানাকা ২/৩৪, নাঈম ১/৩৭।   

সংক্ষিপ্ত স্কোর :চিটাগং ভাইকিংস : ১৭৪/৫, ২০ ওভার (ডেলপোর্ট ৭১, মুশফিক ৪৩, রাসেল ৩/৩৮)।

Bootstrap Image Preview