Bootstrap Image Preview
ঢাকা, ০৬ মঙ্গলবার, মে ২০২৫ | ২৩ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

শাবিতে ২ দিনব্যাপী অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক জাতীয় সম্মেলন শুরু

আবদুল্লা আল মাসুদ, শাবি প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৫:৩৪ PM

bdmorning Image Preview


'অর্থনৈতিক ন্যায়বিচার ও নৈতিকতার দৃষ্টিকোণে বাংলাদেশের উন্নয়ন' শিরোনামে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন শুরু হয়েছে।

বুধবার (৩০ জানুয়ারি) সকাল ১০টায়  বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটরিয়ামে অর্থনীতি বিভাগের আয়োজনে এ জাতীয় সম্মেলনের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। 

অর্থনীতি বিভাগের অধ্যাপক সৈয়দ হাসানুজ্জামানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ এবং প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, অর্থনীতির ক্ষেত্রে নৈতিক মূল্যবোধ মানুষের মূল্য বাড়িয়ে দেয়। ব্যক্তি সমাজের অংশ এবং সমাজ দেশের অংশ। এখন অর্থনীতির নৈতিক ভিত্তিগুলো সচল রাখার মাধ্যমে কীভাবে সমাজ তার মূল্যকে উন্নত করতে পারে নৈতিক অর্থনীতি আমাদের সে শিক্ষাই দেয়।

অন্যদিকে, প্রধান আলোচক বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক ড. ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, আমরা মানুষের পুরো আচরণ দেখি না শুধুমাত্র অর্থনৈতিক বিষয় দেখি। উন্ননের পরিমাপের মাপকাঠি হিসেবে শুধু জিডিপি নয় আরো অনেক মাত্রা ব্যবহার হয়। অর্থনীতি বহুমাত্রিক হওয়ার কারণে এর প্রতিনিয়ত নতুন নতুন মাপকাঠি বের হচ্ছে।

এছাড়া জাতীয় সম্মেলনের বিভিন্ন সেশন পরিচালনা করবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসাইন জিল্লুর রহমান, ড. ইসমাইল হোসাইন, ড. বিনায়েক সেন, ড. এনামুল হক।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো.আব্দুল মুনিম জোদ্দারসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ। 



 

Bootstrap Image Preview