Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পিপিএম পদকে ভূষিত হলেন নীলফামারী পুলিশ সুপার

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৬:৫৬ PM

bdmorning Image Preview


রাষ্ট্রপতি কর্তৃক বাংলাদেশ পুলিশে সম্মানজনক পুরস্কার 'প্রেসিডেন্ট পুলিশ মেডেল' (পিপিএম-সেবা) এ ভূষিত হয়েছেন নীলফামারী জেলা পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন। জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ ভালো কাজের স্বীকৃতিস্বরুপ রাষ্ট্রীয় এ পদকে ভূষিত হয়েছেন তিনি।

পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, আগামী ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে এই পদক প্রদান করবেন।

তিনি বলেন, এর আগেও নীলফামারীতে কর্মরত পুলিশ সুপারদের মধ্যে একজন এই পদকে ভূষিত হয়েছিলেন। দ্বিতীয়বারের মতো আমি এই পদকে ভূষিত হয়েছি যা নীলফামারীর জন্য গৌরবের বিষয়।

পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩ মার্চে নীলফামারীতে পুলিশ সুপার হিসেবে যোগদান করেন মুহাম্মদ আশরাফ হোসেন। জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তার এই অর্জনে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণমাধ্যমকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।

Bootstrap Image Preview