যশোরের বেনাপোলে সীমান্তের এক আবাসিক হোটেল থেকে রোহিঙ্গা ছয় তরুণীকে আটক করেছে পুলিশ। এসময় এক পাচারকারীসহ ছয়টি ভুয়া পাসপোর্ট জব্দ করা হয়েছে।
গতকাল মঙ্গলবার রাত ৮টার দিকে বেনাপোল সীমান্তে অবস্থিত সানসিটি নামে একটি আবাসিক হোটেল থেকে তাদের উদ্ধার করা হয়।
উদ্ধার তরুণীরা হলেন-আজিজ তাহারা (১৬), হাফিজা খাতুন (১৯), শরিফ (২০), মনজিদা খাতুন (১৫), সখিনা আক্তার (১৫), ইয়াসমিন আক্তার (১৮) ও পাচারকারী মঞ্জুর আহম্মেদ (২৮)। তাদের সকলের বাড়ি মিয়ানমারে। সেখানে রোহিঙ্গা নিধনের সময় তারা পালিয়ে বাংলাদেশে এসেছিল। আটক পাচারকারী মঞ্জুর আহম্মেদের বাড়ি চাঁদপুর জেলায়।
পুলিশ জানায়, তাদের কাছে গোপন খবর আসে ভারতে পাঠানোর উদ্দেশ্যে সীমান্তের একটি আবাসিক হোটেলে বেশ কিছু রোহিঙ্গা নারীকে জড়ো করা হয়েছে। পরে পুলিশ অভিযান চালিয়ে ওই হোটেল থেকে ছয় রোহিঙ্গা তরুণীকে উদ্ধার ও এক পাচারকারীকেও আটক করে। এ সময় আরেক পাচারকারী পালিয়ে যায়।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক (এসআই) লতিফ জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।