Bootstrap Image Preview
ঢাকা, ৩০ বুধবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ঝিনাইদহে পানের বরজ পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:০১ PM

bdmorning Image Preview


ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে ৬ কৃষকের ৫ বিঘা পান বরজ পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুরে এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষক সালাম জানান, দুপুরে প্রথমে তার পানবরজে আগুনের সূত্রপাত হয়। একে একে পার্শ্ববর্তী কৃষক বাবুল বিশ্বাস, কুদ্দুস বিশ্বাস, হবিবর রহমান, আমিরুল ইসলাম ও শমসের বিশ্বাসের পান বরজে আগুন লেগে পুড়ে যায়।

হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার তবিবুর রহমান জানান, খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুন্ডু ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিড়ির আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে।

Bootstrap Image Preview