Bootstrap Image Preview
ঢাকা, ১৬ শুক্রবার, মে ২০২৫ | ২ জ্যৈষ্ঠ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

পোরানের ঝড়ো ব্যাটিংয়ে সিলেটের বড় সংগ্রহ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:১৭ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ০৮:১৯ PM

bdmorning Image Preview


 

বিপিএলে প্লে-অফ পর্বে উঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে সিলেট সিক্সার্স ও রাজশাহী কিংস। প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করেছে সিলেট সিক্সার্স। জয়ের জন্য রাজশাহীর ১৯০ রান দরকার।

পয়েন্ট টেবিলে টিকে থাকার লড়াইয়ে ব্যাটিংয়ের শুরুটা ভালো করতে পারেননি দলের ওপেনার লিটন দাস। মাত্র ১০ রান করে এলবিডব্লিউ আউট হন। এরপর আফিফ ও সাব্বিরের বযাটিংয়ে ঘুরে দাঁড়ায় সিলেট।

আফিফের ২৯ রান ও সাব্বিরের ৪৫ রানে ভর করে নিরাপদ স্কোররে পৌছায় সিক্সার্স। তবে জয়ের জন্য আরো বড় সংগ্রহের পথে ছোটেন পোরান। তাঁর ঝড় ৭৬ রানের ব্যাটিংয়ে  ১৮৯ রান করে সিলেট।

সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮৯/৫

 লিটন দাস(১০), আফিফ(২৯), রয়(১৩), সাব্বির(৪৫), নেওয়াজ(০), পোরান(৭৬)* কাপালি(১০)*।

উইকেট নিয়েছেনঃ মিরাজ ১/৪৮, সানী১/৩২,  রাব্বী ২/ ৩০ ও মোস্তাফিজ ১/৩১

 

Bootstrap Image Preview