পাঁচজন সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
পাঁচ সচিবকে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি দিয়ে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
সিনিয়র সচিব হওয়া পাঁচজন হলেন- মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব সোহরাব হোসাইন, সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দিন আহমেদ চৌধুরী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ কামাল, যুব ও ক্রীড়া সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, সমাজকল্যাণ সচিব বেগম জুয়েনা আজিজ।
এর আগে, ২০১২ সালের ৯ জানুয়ারি মহাজোট সরকার প্রশাসনে প্রথমবারের মতো সিনিয়র সচিব নামে পদ চালু করে।