প্লে-অফ পর্বে টিকে থাকার লড়াইয়ে সিলেট সিক্সার্সকে পাঁচ উইকেটে হারিয়ে টিকে থাকলো রাজশাহী কিংস। অন্যদিকে হেরে বিপিএল থেকে বিদায় নিলো কাপালীরা।
প্রথমে টসে জিতে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮৯ রান করে সিলেট সিক্সার্স।
১৯০ রানের লক্ষে ব্যাটিং করতে নেমে শুরু থেকেই ঝড় ব্যাটিং করতে থাকে রাজশাহী।
খেলার দ্বিতীয় ও সপ্তম ওভারে উইকেট হারিয়ে একটু চাপে পড়ে কিন্তু সেই চাপ থেকে স্বস্তি ফিরিয়ে আনেন ইংলিশ খেলোয়াড় লরি ইভান্স। ৩৬ বলে ৭৬ রানের এক বিধ্বংসী ইনিংস খেলে দলকে জয়ের দ্বার প্রান্তে পৌঁছিয়ে দেন। সেখান থেকে জয়টা আরও সহজ করে দেন টেন ডেস্কোট। ১৮ বলে ৪২ রানের ঝড়ো ইনিংসে ৫ উইকেটের সহজ জয় তুলে নেয় রাজশাহী। দারুণ এই জয়ে প্লে-অফ খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখলো তাঁরা।
রাজশাহী কিংসের সংক্ষিপ্ত স্কোরঃ ১৯০/৫
চার্লস(৩৯), জাকির(৭), নাফিস(৯), ইভান্স(৭৬), ডেস্কোট(৪২), জঙ্কের(৮)*, সৌম্য(২)*।
উইকেট নিয়েছেনঃ সোহেল তানভীর ২/২৭, তাসকিন ১/৩৪ , কাপালি ২/৪১।
সিলেট সিক্সার্সের সংক্ষিপ্ত স্কোরঃ ১৮৯/৫
লিটন দাস(১০), আফিফ(২৯), রয়(১৩), সাব্বির(৪৫), নেওয়াজ(০), পোরান(৭৬)* কাপালি(১০)*।
উইকেট নিয়েছেনঃ মিরাজ ১/৪৮, সানী১/৩২, রাব্বী ২/ ৩০ ও মোস্তাফিজ ১/৩১