Bootstrap Image Preview
ঢাকা, ০৪ রবিবার, মে ২০২৫ | ২০ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

রোহিঙ্গা ক্যাম্পে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:৩৯ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


কক্সবাজারের উখিয়ার তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে (ক্যাম্প নং-১৩) ত্রাণ নিতে গিয়ে তিন শিশুর নিহতের খবর পাওয়া গেছে।

বুধবার (৩০ জানুয়ারি) দুপুর ২টা ২০মিনিটের সময় ক্যাম্প সংলগ্ন খাল থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হচ্ছেন তাজিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পের বি-২ ব্লকের ইউনুচের শিশু কন্যা রাফিয়া (৬) পুত্র রায়হান (৪) ও পার্শ্ববর্তী সি-২ ব্লকের ওবাইদুল্লাহ’র শিশুকন্যা আছমা বেগম (৫)।

নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, দুপুর ১টার দিকে ডাব্লিউ.এফ.ফির ত্রাণ নিতে স্বজনদের সাথে বের হয়। প্রায় ঘণ্টাখানেক বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে খুঁজতে থাকে। খোঁজাখুজির এক পর্যায়ে দুপুর ২টা ২০ মিনিটের দিকে পাশ্ববর্তী ১৯নং ক্যাম্পে অবস্থিত পানির ছড়া হতে ৩ শিশুকে উদ্ধার করে প্রতিবেশীরা দ্রুত এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

Bootstrap Image Preview