Bootstrap Image Preview
ঢাকা, ২৯ মঙ্গলবার, এপ্রিল ২০২৫ | ১৬ বৈশাখ ১৪৩২ | ঢাকা, ২৫ °সে

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে ধর্ষণের দায়ে যুবক কারাগারে

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:৪৫ PM
আপডেট: ৩০ জানুয়ারী ২০১৯, ১০:৪৫ PM

bdmorning Image Preview
প্রতীকী


নীলফামারীতে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী ধর্ষণের মামলায় সোহেল রানা (২০) নামে এক যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বুধবার (৩০ জানুয়ারি) জেলার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ধর্ষক সোহেলকে নেয়া হলে বিচারকের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়া হয়।

এর আগে মঙ্গলবার (২৯ জানুয়ারি) রাতে জেলা শহরের বাড়ইপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সোহেল একই এলাকার শামীম হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, শহরের বাড়ইপাড়া মহল্লার বাসিন্দা ও গাছবাড়ি এলাকার শহীদ জিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে মঙ্গলবার বিকেলে চকলেটের প্রলোভন দেখিয়ে গমক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সোহেল। এ ঘটনায় রাতেই মেয়েটির মা বাদী হয়ে নীলফামারী থানায় একটি মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী (সদর) থানার ওসি মোমিনুল ইসলাম জানান, বুধবার ধর্ষিতার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে আধুনিক সদর হাসপাতালে।
 

Bootstrap Image Preview